নির্বাচন কমিশন পুনর্গঠনে পাঁচজনের নাম প্রস্তাব করেছে বাংলাদেশ লেবার পার্টি। মন্ত্রিপরিষদ প্রেরিত চিঠির পরিপ্রেক্ষিতে সার্চ কমিটির কাছে এই নাম প্রস্তাব করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) লেবার পার্টির দপ্তর সম্পাদক মো. মিরাজ খান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নামগুলোর প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
শনিবার (৯ নভেম্বর) সকালে দৈনিক বায়ান্নকে বিষয়টি জানান লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
তিনি আরও জানান, প্রধান নির্বাচন কমিশনার পদে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিনের নাম তারা প্রস্তাব করেছেন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব মো. শফিকুল ইসলাম, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জাকারিয়া, সাবেক জেলা জজ ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ইকতেদার আহমেদ ও সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম হাসান নাসিরের নাম প্রস্তাব করা হয়েছে।
বায়ান্ন/আরএইচ/একে