ঢাকা, শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

উচ্ছেদের লক্ষে হামলার বিচার-ক্ষতিপূরণের দাবিতে রাজশাহীতে আদিবাসীদের মানববন্ধন

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : রবিবার ২১ নভেম্বর ২০২১ ০৬:১২:০০ অপরাহ্ন | গণমাধ্যম

 

 

 

রাজশাহীর তানোরে মালশিরা চৌবাড়িয়া গ্রামে আদিবাসীদের ওপর হামলা ও উচ্ছেদের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচার ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।
 
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির উদ্যোগে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
 
মানববন্ধনে বক্তারা ভুক্তভোগী পরিবার ও মালশিরা গ্রামের আদিবাসীদের নিরাপত্তার দাবি জানান। এছাড়া সারাদেশে আদিবাসীদের ওপর নির্যাতন, ভূমিদখল, ধর্ষণ, ভূমি থেকে উচ্ছেদ বন্ধ ও সব আদিবাসীদের নিরাপত্তার দাবিও জানানো হয়।
 
তারা আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের জন্য সরকারের সুদৃষ্টি চান।
 
জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়ের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন- জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ার প্রমুখ।