ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

এক নজরে বরিশাল সিটি কর্পোরেশন

দেলাওয়ার বিন সিরাজ/ বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ ০৬:৪৯:০০ অপরাহ্ন | দেশের খবর

বাংলার ভেনিস নামে খ্যাত দক্ষিণাঞ্চলের অন্যতম মহানগরী বরিশালকে ১৮৭৬ সালে  মিউনিসিপ্যালিটিতে উন্নীত করা হয়। ১৯৮৫ সালে একে একটি প্রথম শ্রেনীর পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০০২ সালে "বরিশাল সিটি কর্পোরেশন (সংশোধন) আইন ২০০২" এর মাধ্যমে পৌরসভা বরিশাল সিটি কর্পোরেশনে উন্নীত হয়। বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী জনসংখ্যা প্রায় ৫ লক্ষ ও আয়তন ৫৮ বর্গ কিলোমিটার। বর্তমানে ৩০টি ওয়ার্ড নিয়ে গঠিত সিটি কর্পোরেশনে ৩০জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন এবং ১০ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। ৩০টি ওয়ার্ডের মধ্য থেকে মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন।

ব্রিটিশ সরকার নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে বরিশাল শহরে ১৮৬৯ সালে ‘বরিশাল টাউন কমিটি’ নামে প্রথম মিউনিসিপ্যালিটি গঠন করে। যা ‘টাউন কমিটি অ্যাক্ট ১৮৬৮’ দ্বারা বাস্তবায়িত হয় ও পদাধিকার বলে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট বা পরবর্তীকালের ডেপুটি কমিশনারগণ তার চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেন। সে অনুযায়ী তৎকালীন জেলা প্রশাসক জে.সি. প্রাইজ টাউন কমিটির প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন।

১৮৭৬ সালে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট দ্বারা বরিশাল শহরকে মিউনিসিপ্যালিটি হিসাবে ঘোষণা করা হয়। স্থানীয় বুদ্ধিজীবীদের মধ্য থেকে ১ জন চেয়ারম্যান, ১ জন ভাইস চেয়ারম্যান ও ১৫ জন কমিশনার দ্বারা মিউনিসিপ্যালিটি গঠন করা হয়। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, কমিশনারদের মধ্যে ১০ জন নির্বাচিত, ৪ জন মনোনীত ও ১ জন প্রাক্তন কর্মকর্তা। জনসাধারণের মধ্যে থেকে রুপাই মাঝি ছিলেন বরিশাল মিউনিসিপ্যালিটির প্রথম চেয়ারম্যান। সে সময় বরিশাল মিউনিসিপ্যালিটির আয়তন ছিল ৭ বর্গমাইল (১৮.১৩ বর্গ কিলোমিটার)[৩] ও জনসংখ্যা ছিল ১২,৫০১ জন। প্রতিষ্ঠাকালে বরিশাল মিউনিসিপ্যালিটির ওয়ার্ড ছিল ২টি, পাকিস্তান আমলে বাড়িয়ে ১০টি ওয়ার্ড করা হয় ও শহরের আয়তন হয় ২০ বর্গকিলোমিটার ও জনসংখ্যা প্রায় ১ লক্ষ। বাংলাদেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত এ মিউনিসিপ্যালিটির ১০টি ইউনিয়নের নির্বাচিত মেম্বারদের ভোটে একজন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতেন। স্বাধীনতা পরবর্তীকালে পৌরসভার আয়তন বাড়িয়ে ২৫ বর্গকিলোমিটার করা হয়। ১৯৮৫ সালে বরিশাল পৌরসভাকে প্রথম শ্রেনীর পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে সিটি কর্পোরেশন স্থাপনকল্পে "বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১" প্রণীত হয় ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৯ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে একটি স্থানীয় প্রশাসনিক ইউনিট হিসেবে বরিশাল সিটি কর্পোরেশন এলাকা প্রতিষ্ঠিত হয়৷ এই আইন ২০০২ সালে সংশোধিত হয়ে "বরিশাল সিটি কর্পোরেশন (সংশোধন) আইন ২০০২" প্রণীত হয় ও ২৫ জুলাই ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে বরিশাল সিটি কর্পোরেশনে উন্নীত হয়  ২৫ বর্গকিলোমিটার থেকে বর্ধিত এর আয়তন দাঁড়ায় ৫৮ বর্গকিলোমিটারে।

বরিশাল সিটি করপোরেশন অধিভুক্ত নগর এলাকার আয়তন ৫৮ বর্গ কিমি এবং এর অবস্থান ২২ক্ক৩৮' থেকে ২২ক্ক৪৫' উত্তর অক্ষাংশে এবং ৯০ক্ক১৮' থেকে ৯০ক্ক২৩' পূর্ব দ্রাঘিমাংশে। এর উত্তরে কাউনিয়া ও এয়ারপোর্ট থানা, দক্ষিণে বন্দর থানা এবং নলছিটি ও বাকেরগঞ্জ উপজেলা, পূর্বে কাউনিয়া ও বন্দর থানা, পশ্চিমে এয়ারপোর্ট ও কোতোয়ালী থানা এবং নলছিটি উপজেলা।

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা ৩,২৮,২৭৮ জন। এর মধ্যে পুরুষ ১,৬৯,৪৭৫ জন এবং মহিলা ১,৫৮,৮০৩ জন। মোট পরিবার ৭২,৭০৯টি।[৬]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশনের সাক্ষরতার হার ৭৫.৩%। 

প্রশাসক, চেয়ারম্যান এবং মেয়রদের তালিকা       

* জে.সি. প্রাইজ (১৮৬৯-১৮৮৪) বরিশাল টাউন কমিটির প্রথম সভাপতি, পদাধিকার বলে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে। এ ধারা চলে ১৮৮৪   সাল পর্যন্ত।

* রুপাই মাঝি, বরিশাল পৌরসভার প্রথম মনোনীত চেয়ারম্যান (১৮৮৫-১৮৮৮)

* দীনবন্ধু সেন, ভাইস চেয়ারম্যান (১৮৮৫-১৮৮৮)

* দ্বারকানাথ দত্ত, চেয়ারম্যান (১৮৮৯-১৮৯২)

* ডাঃ তারিণী কুমার গুপ্ত, ভাইস চেয়ারম্যান (১৮৮৯-১৮৯২)

* অশ্বিনী কুমার দত্ত (১৮৯৩-১৯০৯), চেয়ারম্যান, মোট ১১ বছর।

* ডাঃ তারিণী কুমার গুপ্ত, ভাইস চেয়ারম্যান (১৮৯৩-১৮৯৬)

* ডাঃ তারিণী কুমার গুপ্ত, চেয়ারম্যান (১৯১০-১৯১৯) (পরপর ৩ বার)

* নিবারন চন্দ্র দাশগুপ্ত (১৯২০-১৯৩৪), চেয়ারম্যান, পরপর ৫ বার, কার্যকাল মোট ১৫ বছর (সর্বোচ্চ)

* শরৎ চন্দ্র গুহ (১৯৩৫-১৯৪০), চেয়ারম্যান, পরপর ২ বার, কার্যকাল মোট ৬ বছর

* বরদাকান্ত ব্যানার্জি, চেয়ারম্যান, (১৯৪১-১৯৪৫)

* মৌলভী মোফাজ্জেল হক, (১৯৪৬-১৯৫২) পর্যন্ত ৭ বছর। বরিশাল পৌরসভার প্রথম মুসলিম চেয়ারম্যান।

* খানবাহাদুর হাশেম আলী খান (১৯৫২-১৯৫৪) পর্যন্ত ৩ বছর।

* মৌলভী মোফাজ্জেল হক (১৯৫৪-১৯৫৮), চেয়ারম্যান (দ্বিতীয় দফায়)।

* ১৯৫৮ সালে সামরিক শাসন জারী করায় ও মুক্তিযুদ্ধের পরে ১৯৭৩ সাল পর্যন্ত ১৫ বছর 

* চেয়ারম্যানের দায়িত্ব বর্তায় অতিরিক্ত জেলা প্রশাসকের উপর।

* আবুল হাসানাত আবদুল্লাহ (১৯৭৩-১৯৭৫), চেয়ারম্যান

* ডাঃ মোঃ আব্দুল আজিজ,ভারপ্রাপ্ত চেয়ারম্যান, (১৯৭৫-১৯৭৮)

* আবদুর রহমান বিশ্বাস (১৯৭৬-৭৭)

* আনিচ তালুকদার (৫ জুলাই ১৯৭৯-২৪ মার্চ ১৯৮১), (৩১ আগস্ট ১৯৮১-২৪ জুন ১৯৮২) (ভারপ্রাপ্ত)

* গোলাম মাওলা (১৯৮৪-১৯৯০)

* আহসান হাবিব কামাল (১৯৯১-২০০৩

* মজিবুর রহমান সারওয়ার (২০০৩-২০০৮) 

* আওলাদ হোসেন দিলু (২২ জুলাই ২০০৭-১১ সেপ্টেম্বর ২০০৮) (ভারপ্রাপ্ত)

* শওকত হোসেন হিরণ (২০০৮-২০১৩) 

* আলতাফ মাহমুদ শিকদার (জুন ২০১৩-অক্টোবর ২০১৩) (ভারপ্রাপ্ত)

* আহসান হাবিব কামাল (২০১৩-আগস্ট ২০১৮)

* সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ (২০১৮-২০২৩)

* আবুল খায়ের আবদুল্লাহ (২০২৩-বর্তমান)

শিক্ষা ব্যবস্থা

বরিশাল শহরবাসীর শিক্ষার হার ৭৫.৩% যা দেশের গড় শিক্ষার হার (৫৬.৫%) থেকে তুলনামূলক বেশি।[২৫] বরিশাল শহরে আধুনিক শিক্ষার প্রসার ঘটে ১৮২৯ সালে বরিশাল ইংলিশ স্কুল স্থাপনের মাধ্যমে যা বর্তমানে বরিশাল জিলা স্কুল নামে পরিচিত। এটি সমগ্র বরিশাল বিভাগের মধ্যে প্রথম ও দেশের অন্যতম প্রাচীন বিদ্যালয়। আধুনিক শিক্ষার প্রসারের জন্য অশ্বিনীকুমার দত্ত ১৮৮৪ সালে ব্রজমোহন বিদ্যালয় ও ১৮৮৯ সালে ব্রজমোহন কলেজ প্রতিষ্ঠা করেন। তখন এ কলেজের মান এতই উন্নত ছিল যে অনেকে একে দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলে আখ্যায়িত করেন।[২৬] এটি সহ উচ্চশিক্ষার জন্য বর্তমানে বরিশাল শহরে একটি সরকারি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ, একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউট, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ও বেশ কয়েকটি সরকারি ও বেসরকারী কলেজ রয়েছে। এর মধ্যে সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারী মহিলা কলেজ, অমৃত লাল দে কলেজ, সরকারী বরিশাল কলেজ, তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ, শহীদ এডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়(ল'কলেজ) উল্লেখযোগ্য।

প্রতিরক্ষা ব্যবস্থা

বরিশাল মহানগরী এলাকার জন্য একটি স্বতন্ত্র পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে বরিশাল মহানগরী পুলিশ আইন, ২০০৯ প্রণীত হয় ও ২৬ অক্টোবর ২০০৬ সালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ গঠন করা হয়। বর্তমানে বরিশাল মেট্রোপলিটনের অধীনে চারটি থানা রয়েছে। 

উল্লে¬খযোগ্য স্থান ও স্থাপনা

বিবির পুকুর, বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান), অশ্বিনীকুমার টাউন হল, বিভাগীয় যাদুঘর (কালেক্টরেট ভবন), বরিশাল জিলা স্কুল, ব্রজমোহন কলেজ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু, ভাটিখানা জামে জোর মসজিদ, জামে কশাই মসজিদ, এবাদুল্লাহ জামে মসজিদ, অক্সফোর্ড মিশন এপিফানী গির্জা, ব্যাপ্টিস্ট মিশন গির্জা, সেইন্ট পিটার চার্চ, বাংলাদেশ ব্যাংক, শঙ্কর মঠ, কীর্তনখোলা নদী, মুক্তিযোদ্ধা পার্ক, বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার, ত্রিশ গোডাউন পার্ক, বদ্ধভূমি স্মৃতিসৌধ, স্মৃতি ৭১, নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমি, ওয়াপদা কলোনি, বরিশাল, কবি জীবনানন্দ দাশের বাড়ি ও গ্রন্থাগার, পাবলিক স্কয়ার, প্লানেট পার্ক, শহীদ সুকান্ত আবদুল্লাহ শিশু পার্ক, গ্রীণ সিটি পার্ক, পদ্ম পুকুর, স্বাধীনতা পার্ক, শহীদ কাঞ্চন উদ্যান, শহীদ গফুর ও শহীদ শুক্কুর পার্ক, মুক্তিযোদ্ধা শাহজাহান পার্ক, চারণ কবি মুকুন্দ দাস কালী মন্দির, চৌমাথা লেক,নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, বরিশাল নদী বন্দর।