ঢাকা, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

একতারা চালু করার লক্ষে সিলেটে মতবিনিময়

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : বুধবার ১ জুন ২০২২ ১১:৪৮:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের জনপ্রিয় প্রয়োজনা প্রতিষ্ঠান স্টারডম ভিজ্যুয়াল এর প্রযোজক কামাল উদ্দিন রাসেলর উদ্যোগে সিলেটের আঞ্চলিক জনপ্রিয় মরমি ও বাউল সাধকদের গানের পাশাপাশি বর্তমান প্রজন্মেরের গীতিকবিদের গান নিয়ে বেসরকারি টেলিভিশন বাংলা টিভিতে বাউল গানের অনুষ্ঠান,"একতারা"চালু করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

 

৩১ মে বুধবার রাত ৮ টায় স্টারডম ভিজ্যুয়াল এর প্রযোজক ও বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সভাপতি কামাল উদ্দিন রাসেলের আমন্ত্রণে সিলেট নগরীর ম্যান্ডারিন চায়নিজ রেষ্টুরেন্টে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির ব্যুরো প্রধান সাংবাদিক কাইয়ুম উল্লাসের সাথে বাউল গানের অনুষ্ঠান একতারা পুনরায় চালুর বিষয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সিলেট বিভাগের অহংকার প্রখ্যাত সূফী সাধক ও বাউল সাধকদের কালজয়ী গানসহ এই প্রজন্মের দেশ বিদেশে গুণী গীতিকবিদের গান নিয়ে সিলেটের আঞ্চলিক বাউল গানের অনুষ্ঠান,"একতারা"আবারো চালু করার লক্ষে উক্ত মতবিনিময় সভায় খোলামেলা আলোচনা করা হয়।

 

স্টারডম ভিজ্যুয়াল প্রযোজিত সিলেটের আঞ্চলিক বাউল গানের জনপ্রিয় অনুষ্ঠান,

"একতারা"চালু করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্টারডম ভিজ্যুয়াল এর প্রযোজক ও বাউল কল্যাণ সমিতির সভাপতি বলেন, ২০০৭ সালে আমার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান স্টারডম ভিজ্যুয়ালের ব্যানারে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন,"বৈশাখী টিভিতে"চালু করে ছিলাম। বিভিন্ন  কারণে এই জনপ্রিয় অনুষ্ঠানটি নিয়মিত করতে পারিনি। আমি মনেপ্রাণে চেয়েছিলাম আমাদের সিলেট বিভাগের অহংকার প্রখ্যাত সূফী সাধক ও বাউল সাধকদের কালজয়ী গানগুলো কে বিশ্বের দরবারে যথাযথ সম্মানের সহিত তুলে ধরতে। কিন্তু আমি নানান কারণে এই জনপ্রিয় অনুষ্ঠানটি চালু রাখতে পারিনি। আমি আপনাদের মাধ্যমে দেশ বিদেশের সকল সংগীত অনুরাগী দেরকে জানিয়ে দিতে চাই আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় এই জনপ্রিয় কালজয়ী বাউল গানের একক অনুষ্ঠান,"একতারা"আবারো চালু করবো ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানে সিলেটসহ সিলেটের বাহিরের গুণী বাউল শিল্পী দেরকেও সিলেটের বাউল ও সংগীত শিল্পীদের পাশাপাশি সুযোগ দেওয়া হবে।

 

অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির ব্যুরো প্রধান সাংবাদিক কাইয়ুম উল্লাস বলেন যেহেতু আমি বাংলা টিভির সিলেট জেলার দায়িত্বে আছি এবং এই বিষয়ে আমি আমার কর্তৃপক্ষের সাথে অনেকবার যোগাযোগ করে আমি সিলেটের একজন শিল্পীকে ইতিমধ্যে আমাদের বাংলা টিভির নিয়মিত বাউল গানের অনুষ্ঠানে সংযুক্ত পেরেছি।

তিনি বলেন আমাদের সিলেটের অধিকাংশ শিল্পীদের বড়ো সমস্যা হলো শুদ্ধ উচ্চারণ। এই শুদ্ধ উচ্চারণের কারণে আমাদের সিলেট বিভাগের অনেক নামি-দামি শিল্পীরা জাতীয় প্রচার মধ্যে সরকারি বা বেসরকারি টেলিভিশনে অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগ করে দিতে পারিনা। তারাও সুযোগ নিতে পারেনা না। যা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমি আজ কামাল উদ্দিন রাসেল ভাইয়ের আমন্ত্রণে এখানে এসে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনায় অংশ গ্রহণ করতে পারায় আমি সত্যিই আনন্দিত। আমরা সিলেটের আঞ্চলিক বাউল গানের অনুষ্ঠানের নামে আমাদের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমরা নিজস্ব চাং ভাড়া নিয়ে এই জনপ্রিয় বাউল গানের অনুষ্ঠান চালু করার জন্য আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো। আমি আপনাদের কে এই কথা দিয়ে গেলাম। এই বিষয়ে আপনারা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন। আমি আমর পক্ষ থেকে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদ ইউকে এর সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট সংগীত অনুরাগী নুরুল ইসলাম, আরকুম শাহ শিল্পী গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি বোরহান উদ্দিন ভান্ডারী, বাউল কল্যাণ সমিতি,সিলেট বিভাগের প্রথম সহ সভাপতি বাউল শিল্পী লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক বশর বাউল, সহ সমাজ কল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাউল নুনু গাজী, বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগের অন্যতম সহযোগী আব্দুর রহিম হাছন রাজা, বিশিষ্ট নাট্যকার নাট্য পরিচালক দবিরুল ইসলাম দবির, সংগীত পরিচালক হাসনাত কবির, আজিজ পাগলা, বাউল বাবু লাল সরকার, নাট্য অভিনেতা সুলেমান হোসেন চুন্নু, সংগীত অনুরাগী ইমরান আহমদ ডালি ও জহুরুল ইসলাম।