ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

এমপি জিল্লুর রহমানকে অভিনন্দন জানালেন কৃষিবিদ উসমান মিয়া

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : শুক্রবার ২২ মার্চ ২০২৪ ০৩:৪৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

মৌলভীবাজার ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন সাবেক কৃষি কর্মকর্তা উসমান মিয়া। ১৪ মার্চ বিকেলে এমপি জিল্লুর রহমানের মৌলভীবাজার শহরস্থ শমসেরনগর রোডের বাসায় ওই অভিনন্দন জানানো হয়।

অভিনন্দনের জবাবে এমপি জিল্লুর রহমান এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আগামীতে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। জননেত্রীর ভিশন বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেনে।