ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ জানুয়ারী ২০২২ ১০:০৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের ওসমানীনগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাতে উপজেলার দয়ামীর ও ব্রাহ্মণগ্রাম এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার দয়ামীর-গহরপুর রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন থানাগাঁও কোনাবন গ্রামের রায়হান আহমেদ নামের এক যুবক।

রাত ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্্রাহ্মণগ্রাম-শশারকান্দি এলাকার ভাঙ্গাপুল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক আখতার মিয়া (৩০) নিহত হয়েছেন। তিনি উপজেলার মতিয়ারগাঁও’র বাবুল মিয়ার ছেলে।

দুর্ঘটনায় দুই জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ নবী হেসেন।