কক্সবাজারে গুলি করে খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কাপনা পাহাড় থেকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে হোটেলে অবস্থানকারী সঙ্গী তরুণীও রয়েছেন। সেই সময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় জুড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত তিনজনেরই বাড়ি খুলনায় বলে জানা গেছে এবং তাৎক্ষনিক তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
গোপন তথ্যে পুলিশ জানতে পারে হত্যাকান্ডের ঘটনায় জড়িত নারীসহ কয়েকজন আসামী মৌলভীবাজার জেলায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার থেকে কক্সবাজার জেলা পুলিশের একটি দল মৌলভীবাজারে অবস্থান করে অভিযান চালায়। এক পর্যায়ে সোমবার মধ্যরাতে মৌলভীবাজার থেকে জনৈক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ বলছে, গ্রেপ্তার তিনজন হত্যাকান্ডে সরাসরি জড়িত ছিল। এদের মধ্যে তরুণী কক্সবাজার ঘুরতে এসে কাউন্সিলর টিপুর সঙ্গে হোটেলে উঠেছিলেন। আর ঘটনার পর থেকে ওই নারীর সন্ধান পাচ্ছিল না পুলিশ। এছাড়া গ্রেপ্তার অপর দুইজন হত্যাকান্ডের মিশনে সরাসরি অংশগ্রহণ করেছে।
গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে রাস্তার ফুটপাতে অজ্ঞাত দুর্বৃত্তরা খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করে। নিহত গোলাম রব্বানী টিপু খুলনা সিটির দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়ার হোসেন শাহ রোডের মো. গোলাম আকবরের ছেলে বলে পুলিশ জানায়।
বায়ান্ন/প্রতিনিধি/একে