ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

কথাসাহিত্যিক সমরেশ মজুমদার মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ৮ মে ২০২৩ ০৭:১৯:০০ অপরাহ্ন | সাহিত্য

কালপুরুষ, কালবেলাসহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। সোমবার ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের স্থানীয় সময় পৌনে ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই কথা সাহিত্যিক।

পশ্চিমবঙ্গের স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, কথাসাহিত্যিক সমরেশ মজুমদার বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। সোমবার বিকেলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন তিনি।

 

প্রায় এক যুগ ধরে ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজে (সিওপিডি) ভুগছিলেন পশ্চিমবঙ্গের বিখ্যাত এই কথাসাহিত্যিক। হাসপাতাল সূত্র বলছে, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি করা হয় সাহিত্য একাডেমি পুরস্কার জয়ী এই সাহিত্যিককে। এরপর শ্বাসযন্ত্রের সমস্যা বৃদ্ধি পায়।

হাসপাতালে নেওয়ার পর ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ও (স্লিপ অ্যাপমিয়া) বাড়তে থাকে।