ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

কমলগঞ্জে এক মহিলার লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ জানুয়ারী ২০২২ ০৬:৫৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

মৌলভীবাজারের কমলগঞ্জে জলাশয় থেকে এক মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আদমপুর বাজারের কোনাগাওঁ সড়ক সংলগ্ন লন্ডনী মার্কেটের পাশে থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, আধকানি গ্রামের আব্দুল আলীর মেয়ে আফিয়া বেগমকে (৫৫) আদমপুর বাজারে ঘুরাফেরা করতে দেখা যায়। পরে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা বলেন, নিহতের পরিবার জানিয়েছে সে মৃগী রোগী ও মানসিক ভারসাম্যহীন। বাড়িতে নিয়মিত আসা যাওয়া করেনা। সাধারণ মৃত্যু হয়েছে এ জন্য লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।