ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

কমলগঞ্জে দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২২ মার্চ ২০২৪ ০৩:৪৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ.কের নির্বাহী পরিচালক কবি নূরজাহান শিল্পীর উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে অর্ধশতাধিক হতদরিদ্র লোকদের মধ্যে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ২টায় শমশেরনগর সাংবাদিক সমিতি কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিতরণ করা হয়।

বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (নি.) শামীম আকনজি, সাংবাদিক জয়নাল আবেদীন, সমাজকর্মী আব্দুল মালিক প্রমুখ।

অনুষ্ঠানে অর্ধশতাধিক হতদরিদ্র লোকদের মধ্যে এক লিটার সয়াবিন তেল, এক কেজি পিঁয়াজ, আধা কেজি চিনি, আধা কেজি চানা, আধা কেজি মসুর ডাল, এক প্যাকেট সেমাই বিতরণ করা হয়।