কালকিনি সৈয়দ আবুল হোসনে কলেজের অধ্যক্ষ মোঃ হাসানুল সিরাজীকে দুদকের তদন্তে অভিযুক্ত হওয়ায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) সভাপতি স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
বরখাস্ত পত্রের সূত্রে জানা যায়, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মোঃ হাসানুল সিরাজীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, অসদাচারণ ও নারী শিক্ষকদের সাথে অশালীন আচরণসহ বিভিন্ন অভিযোগে কলেজের শিক্ষকরা অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত অনুষ্ঠিত হয়। উক্ত তদন্তে মোঃ হাসানুল সিরাজীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত, অধ্যক্ষ কর্তৃক নারী শিক্ষকদের প্রতি আচরণ শিষ্টাচার বহির্ভূত ও নারী বিদ্বেষী এবং একই সাথে দুই প্রতিষ্ঠানে কর্মরত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
উক্ত চিঠির আলোকে ও ইতঃপূর্ব গভর্নিং বডির সভাপতির ৪টি কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদান না করায় অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ আলমগীর হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।