ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

কালিয়াকৈর বিএনপি'র অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ রেজাউল করিম মজুমদার, গাজীপুর : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ ০১:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর
বিএনপির তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা অনুযায়ী মঙ্গলবার  সকালে গাজীপুরের কালিয়াকৈরে  বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি  উপজেলা হিজলতলী এলাকা থেকে বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও বাজার প্রদক্ষিণ করে কালিয়াকৈর বাজারে গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক  সম্পাদক হুমায়ুন কবীর খান ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য কাজী সাইদুল আলম বাবুল, কৃষক দলের কেন্দ্রীয় সহ সভাপতি আ ন ম ইব্রাহিম খলিল, উপজেলা বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব তপন খান, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিপলু বক্সীসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি'র কেন্দ্রীয়  সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান  কর্মীদের মহাসড়ক , নৌপথ রেলপথ  অবরোধ রাখার নির্দেশনা দেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতাকর্মীরা দ্রুত চলে যায়।