ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

কালিয়াকৈরে বিএনপির উঠান বৈঠক

মো: মিজানুর রহমান, কালিয়াকৈর | প্রকাশের সময় : শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ ০১:০৭:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহিদদের রুহের মাগফেরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে, বিএনপি কতৃক প্রকাশিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ে আলোচনার আয়োজন করা হয়।

উঠান বৈঠকটি শুক্রবার বিকেলে কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা জোড়া পাম্প ফুটবল খেলার মাঠে, পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হাজী মো. আব্দুল মান্নান দেওয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির তাতী বিষয়ক সম্পাদক এম আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মুরাদ বকসি, জলিল মণ্ডল, বেলায়েত হোসেন এবং মজিবর রহমান।

বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশের সংকট এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা করেন। তারা জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ