ঢাকা, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

কালীগঞ্জে প্রথমিক শিক্ষকদের ১৩ থেকে ১০ গ্রেডে উন্নতির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১ অক্টোবর ২০২৪ ০৯:৪৪:০০ অপরাহ্ন | খুলনা

ঝিনাইদহের কালীগঞ্জে বেতন বৈশম্য দূর করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড উন্নতির জন্য মানববন্ধ কর্মসূচী পালিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ-খুলনা মহাসড়কে কালীগঞ্জ উপজেলা পরিষদের গেটে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আশফাকুল কবির অনু, আয়ুব হোসেন, ইমদাদুল হক, কামাল হোসেন, আশা মোসাম্মদ, নার্গিস সুলতানা, রুবিনা আক্তার পপি, মতিউর রহমান মানিক, আবু তাহের টিটো ও আলি মুজতবা রেজা ফিটু প্রমুখ।
শিক্ষকরা জানান, দির্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বৈষম্যের স্বীকার হয়ে আসছে। গত ১০ বছরে দেশে দ্রব্যমূল্য বেড়েছে কিন্তু সে তুলনায় বেতন বাড়েনি। দির্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৩ গ্রেডে বেতন পেয়ে আসছে। এছাড়া ২০০৯ সালে ঘোষনা হলে প্রধান শিক্ষক পদে পদোন্নতি বন্ধ রয়েছে। সহকারী শিক্ষক হিসাবে যোগদান করে একই পদে অবসর গ্রহন করতে হয়। এজন্য প্রাথমিক শিক্ষকদের জীবন মান উন্নয়নে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি চালু ও ১৩ গ্রেড থেকে ১০ গ্রেড প্রদানের দাবি জানান।




সবচেয়ে জনপ্রিয়