ঢাকা, শনিবার ৪ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

কাশিমপুরে শ্রমিকদের পাওনা পরিশোধ না করেই কারখানা বন্ধ ঘোষণার অভিযোগ

রেজাউল করিম মজুমদার, গাজীপুর : | প্রকাশের সময় : সোমবার ২২ এপ্রিল ২০২৪ ১২:০৪:০০ পূর্বাহ্ন | দেশের খবর
গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা ফ্যাক্টরী বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছে।
 
কাশিমপুরের সুরাবাড়ী এলাকায় ২১ এপ্রিল রোজ রবিবার সকালে ডেনিশ নিটওয়্যার লিমিটেড নামের ওই পোশাক কারখানায় কাজে যোগ দেওয়ার পর শ্রমিকরা জানতে পারে তাদের কারখানা বিক্রি করে দেওয়া হয়েছে।
 
এসময় শ্রমিকরা পাওনা টাকা দাবী করলে মালিকপক্ষ তা দিতে অস্বীকার করে শ্রমিকদের সাথে দূর্ব্যবহার করে। পরে শ্রমিকরা সকাল নয়টা থেকে আন্দোলন শুরু করলে এক পর্যায়ে কাশিমপুর টু নরসিংহপুর সড়ক অবরুদ্ধ করে যানচলাচল বন্ধ হয়ে যায়।
 
 খবর পেয়ে শিল্প পুলিশ ও কাশিমপুর থানা পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
 
আন্দোলনরত এক শ্রমিক জানান, ঈদের পর অফিস যেদিন খোলা থাকার কথা ছিলো, সেদিন এসে দেখি গেটের সামনে আরো ৩ দিনের অতিরিক্ত ছুটি ঘোষনা করে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। তবে আজ এসে দেখি কোম্পানির অধিকাংশ লোক পরিবর্তন করা হয়েছে।
 
এসময় কারখানার এডমিন অফিসার আলতাফ হোসেনের সাথে কথা বলার চেষ্টা করা হলে সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন।
 
তবে সিও হারুন অর রশিদ বলেন,  আমরা কারখানা আপাতত বন্ধ করছি না।
যদি বন্ধ করি তবে সবার পরামর্শ নিয়েই বন্ধ করবো।