ঢাকা, সোমবার ২০ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

কিশোরগঞ্জ সদরে ১১ ইউপির ৪টিতে নৌকা,৫ টিতে স্বতন্ত্র,১টিতে লাঙ্গল বিজয়ী

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ: | প্রকাশের সময় : সোমবার ২৯ নভেম্বর ২০২১ ১১:৫৬:০০ পূর্বাহ্ন | দেশের খবর
কিশোরগঞ্জ সদর উপজেলায় পুলিশের উপর হামলা,ব্যালটবাক্স ছিনতাই,ছিনতাই চেষ্টা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মত বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে তৃতীয় ধাপে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) এর নির্বাচনের ভোটগ্রহণ রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
 
উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে সবকটিতেই ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।
 
নির্বাচনে বেসরকারিভাবে ১১ ইউপির 
৪টিতে নৌকা,৫ টিতে স্বতন্ত্র,১টিতে লাঙ্গল  বিজয়ী হয়েছে।এছাড়া লতিফাবাদ ইউনিয়নের কাটাবাড়িয়া এ আর খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুপুরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার সময় ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।এ অবস্থায় ভোট গ্রহণ স্থগিত করা হয়।
 
১১ ইউনিয়নের বিজয়ীরা হচ্ছেন,মহিনন্দ ইউপিতে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির লিয়াকত আলী।তিনি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭২৮১ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগ মনোনীত ছাদেকুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৬১৭০ ভোট।যশোদল ইউনিয়নে বিজয়ী হয়েছেন 
স্বতন্ত্র প্রার্থী ইমতিয়াজ সুলতান রাজন।তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৫৯৫০ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগ মনোনীত বাবুল হাজী নৌকা প্রতীকে পেয়েছেন ৫৪৩৪ ভোট।বৌলাই ইউনিয়নে বিজয়ী হয়েছেন আ.লীগ মনোনীত প্রার্থী
আওলাদ হোসেন।তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৬৩৩৯ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন বাবুল আনারস প্রতীকে পেয়েছেন ৫৮৭১ ভোট।বিন্নাটি ইউনিয়নে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম।তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৭৫৯১ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগ মনোনীত আজহারুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৩৩০২ ভোট।চৌদ্দশত ইউনিয়নে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আতহার আলী।তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৯৫০৫ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ বাচ্চু আনারস প্রতীকে পেয়েছেন ৮৪১৪ ভোট।মাইজখাপন ইউনিয়নে বিজয়ী হয়েছেন আ.লীগ মনোনীত আবুল কালাম আজাদ।তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৭৮৩৫ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন মটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬৪২৪ ভোট।
ভোট গ্রহণে অনিয়ম ও বিশৃঙ্খলার কারনে লতিফাবাদ ইউনিয়নের কাটাবাড়িয়া এ, আর খান উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম।তাই কাওকে চেয়ারম্যান নির্বাচিত করা হয় নি।এ কেন্দ্রে পুন:ভোট হবে।স্থগিত কেন্দ্র ব্যাতীত স্বতন্ত্র প্রার্থী  মো:আ:রাজ্জাক চশমা প্রতীকে পেয়েছেন ৫৫৩০ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম। তিনি অটোরিক্সা প্রতীকে পেয়েছেন ৪২০৯ ভোট।মারিয়া  ইউনিয়নে বিজয়ী হয়েছেন আ.লীগ মনোনীত 
মুজিবুর রহমান।তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৮৯১৫ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন।তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৮৫৩৩ ভোট।রশিদাবাদ ইউনিয়নে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম।তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৫৪২৭ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক লিটন চশমা প্রতীকে পেয়েছেন ৪০৬৪ ভোট।কর্শাকড়িয়াল ইউনিয়নে বিজয়ী হয়েছে আ.লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন।তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৮৯৯৮ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ৬৫৬৮ ভোট।
দানাপাটুলি ইউনিয়নে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী মাসুদ মিয়া।তিনি অটোরিকশা প্রতীকে পেয়েছেন ৩০২৬ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগ মনোনীত শাখাওয়াত হোসেন দুলাল নৌকা প্রতীকে পেয়েছেন ২২০২ ভোট।