ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

কুতুবদিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে বইয়ের উৎসব

নিজস্ব প্রতিনিধি ( কুতুবদিয়া) | প্রকাশের সময় : রবিবার ১ জানুয়ারী ২০২৩ ০৯:৩২:০০ অপরাহ্ন | দেশের খবর
 
নতুন বছরের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে কুতুবদিয়ার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যপুস্তক উৎসব হয়েছে। রবিবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা। এতে কুতুবদিয়া হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জর্জ মিত্র চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন, শিক্ষক মো. ইউনুস সহ প্রমুখ।
 
জানা গেছে, উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও ইবতেদায়ীর ৫৫ হাজার ৩শ ৪৫ নতুন শিক্ষার্থীদের মাঝে এ বই নতুন বিতরণ করা হচ্ছে। এর মধ্যে সরকারী-বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২১ হাজার, মাধ্যমিক স্কুল- মাদ্রাসায় ২৩ হাজার ২শ ৬৫ এবং ইবতেদায়ী মাদ্রাসার ১১ হাজার ৮০ শিক্ষার্থী।
 
অপরদিকে, সকালে কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসায় সরকার প্রদত্ত বিনামূল্যে বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ উৎসবে মাদ্রাসার সুপার আবুল আনসার মোহাম্মদ শোয়াইব সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মওলানা আজিজুল হক সিদ্দিকী। মাদ্রাসার সহকারী শিক্ষক মো. জকরিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন মওলানা ফরিদুল ইসলাম, মওলানা কামাল হোছাইন, মো. কলিম, মো. সজিবসহ প্রমুখ। 
 
নতুন বছরে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।