কুতুবদিয়ায় ক্যান্সার, জন্মগত হৃদরোগ, থ্যালাসোমিয়া, কিডনি ও লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রদান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প মানবতার সেবায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তায় উপজেলার মোট ২৩ জনের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা করে ১১ লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। পরে, সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীন আব্দুর রহমান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রজব আলী, জাইকা প্রতিনিধি জামাল উদ্দিন ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এই মহৎ উদ্যোগের জন্য চেক প্রাপ্তি রোগীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।