ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

কুলাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে পথশিশু আহত

কুলাউড়া প্রতিনিধি | প্রকাশের সময় : শনিবার ১৬ মার্চ ২০২৪ ০৭:৫৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

মৌলভীবাজারের কুলাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয়ের (১২) এক পথশিশু আহত হয়েছে। শনিবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লংলা স্টেশনের কাছাকাছি এ ঘটনা ঘটে।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রোমান আহমদ। তিনি জানান, চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া থেকে ছেড়ে দুপুর সাড়ে ১২টার দিকে লংলা স্টেশনে ঢোকার সময় অজ্ঞাতপরিচয়ের এক পথশিশু ছাদ থেকে পড়ে যায়। এতে ওই পথশিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ময়নুল ইসলাম জানান, অজ্ঞাত ওই শিশু ছাদ থেকে পড়ে গিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।