ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

কুষ্টিয়ায় ড্রামট্রাকে পিষ্ট হয়ে নিহত-১

কুষ্টিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ২২ ফেব্রুয়ারী ২০২২ ০৮:৩৯:০০ অপরাহ্ন | দেশের খবর

কুষ্টিয়াতে সড়ক দূর্ঘটনা কোন ভাবেই থামানো যাচ্ছে না। অবৈধ নসিমন করিমন প্রাণ কেড়ে নিচ্ছে সাথে পাল্লা দিয়ে প্রাণ নিচ্ছে ড্রামট্রাক। ড্রামট্রাকের নাম শুনলেই আৎকে উঠছে এ জেলার মানুষ। এই ট্রাকের বেপরোয়া চলাফেরা, চালকের সহকারী দিয়ে চালানো, নিয়ন্ত্রণহীন গতি সড়ক দূর্ঘটনার অন্যতম কারন বলে মনে করছেন জেলার সাধারণ মানুষ।

কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ভাদালিয়া মোড়ে ড্রামট্রাকের ধাক্কায় একটি বেসরকারী কোম্পানির শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া গ্রামের বাসিন্দা আলম মুন্সির ছেলে লিটন মুন্সি (২৫) বলে জানাগেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে,  লিটন মুন্সি আজ মঙ্গলবার (২২/০২/২০২২) দুপুরে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে ভাদালিয়া বাজার নামক স্থানে পৌছালে দ্রুতগতির একটি ড্রামট্রাক ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠান।

এদিকে লিটনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। গ্রামবাসী ও কুষ্টিয়ার সচেতন মানুষ মনে করেন, ড্রামট্রাক এক্ষুনি নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে কুষ্টিয়ার রাস্তায় আরো মানুষ সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করবে।