ঢাকা, বুধবার ১৫ মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১

কুয়াশার চাদরে মোড়ানো রাজগঞ্জ

হেলাল উদ্দিন, মনিরামপুর : | প্রকাশের সময় : রবিবার ২৪ ডিসেম্বর ২০২৩ ০৭:১৬:০০ অপরাহ্ন | দেশের খবর

ঘন কুয়াশা চাদরে ঢাকা পড়েছে রাজগঞ্জ। রবিবার (২৪ ডিসেম্বর) ভোর থেকেই তীব্র কুয়াশার মুখোমুখি হয়েছেন রাজগঞ্জবাসী। ঘরের বাইরে এসেই অপ্রস্তুতভাবে রাজগঞ্জবাসী এই কুয়াশার চাদরে ঢাকা পড়েন। রাস্তাঘাটে চলাচলরত পথচারীরা একটু দূরের কোনো কিছুই দেখতে পাচ্ছিলেন না। এছাড়া বিভিন্ন কাজে-কর্মে বের হওয়া লোকজনকে শীত নিবারণে গরম কাপড়ের পাশাপাশি মাথায় গরম কাপড়ের টুপি ব্যবহার করতে দেখা গেছে। আবার বাতাশ থেকে রক্ষা পেতে অনেকে মুখে মাস্ক ব্যবহার করেছেন। এদিকে কুয়াশার কারনে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রাস্তায় দিনে বেলায়ও (ভোর থেকে বেলা সাড়ে ১১টা) হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। বেলা ১১টা, সাড়ে ১১টার পর সূর্যের মুখ ও রোদ্র দেখা গেছে রাজগঞ্জে। ঘন কুয়াশার কারনে কর্মমুখি মানুষেরা কিছুটা বিব্রত অবস্থায় পড়েছে।