মিয়ানমারের কোনো উসকানিতেই বাংলাদেশ যুদ্ধে জড়াবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ যুদ্ধ চায় না। শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায়। তবে কাজ না হলে জাতিসংঘের কাছে জানানো হবে।
’
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
মিয়ানমার ভবিষ্যতে সংযত থাকবে বলে আশা প্রকাশ করেন আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘কোনো উসকানিতেই বাংলাদেশ যুদ্ধে জড়াবে না। ’ রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।