ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

ক্রাইমপেট্রোল দেখে বোমা বানাতেন ঝিনাইদহের মিলন

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ অক্টোবর ২০২৩ ০৭:২১:০০ অপরাহ্ন | দেশের খবর

ক্রাইমপেট্রোল দেখে বোমা বানানো রপ্ত করে ঝিনাইদহের হরিণাকুণ্ডু শহরের মিলন। এরপর বোমা বানিয়ে চাঁদাবাজি মিশন শুরু করে। তার প্রথম নিশানা হয় ঝিনাইদহ জজ আদালতের আইনজীবী হরিণাকুণ্ডু শহরের বাজার পাড়ার আকবর আলীর ছেলে অ্যাডভোকেট কামরুল আবেদীন শাহিন। ১০ লাখ টাকার চাঁদার দাবিতে ফোন করে মিলন। টাকা না পেয়ে গত ৮ জুলাই আইনজীবীর বাড়িতে বোমা ছুঁড়ে মারে। এ ঘটনায় অ্যাডভোকেট কামরুল আবেদীন শাহিন বিস্ফোরক আইনে মামলা করলে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ওমর ফারুক নামে এক যুবককে গ্রেফতার করে। কিন্তু মূল হোতা ছিল অধরা। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঝিনাইদহের ওসি শরিফুল ইসলাম জানান, মিলনকে ধরতে আশপাশের জেলায় আমরা অভিযান চালায়। অবশেষে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কুষ্টিয়ার ইবি থানা এলাকা থেকে বোমাবাজ মিলনকে বুধবার মধ্যরাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিলন হরিণাকুণ্ডু শহরের মোহাম্মদ আলীর ছেলে। গ্রেফতারের পর মিলন জানায় তিনি ভারতীয় সিরিয়াল ক্রাইমপেট্রোল দেখে বোমা বানানো শিখেছে।