ঢাকা, বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ই কার্তিক ১৪৩১

খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

সাদেক আলী: | প্রকাশের সময় : বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ০১:৫২:০০ অপরাহ্ন | দেশের খবর

খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে থাকা পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। ৫ নভেম্বর থেকে যথারীতি ভ্রমণ করতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটক।

বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

তিনি বলেন, খাগড়াছড়ি জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এখন দেশের বিভিন্ন জেলার পর্যটক খাগড়াছড়িতে আসতে পারবেন।

উল্লেখ্য, খাগড়াছড়ি জেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে খাগড়াছড়িতে চলতি মাসের ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন।

 

বায়ান্ন/এসএ