ঢাকা, শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ই পৌষ ১৪৩১

খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ৭তম কাউন্সিল অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি | প্রকাশের সময় : শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪ ০৫:০৯:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

শান্তি সম্প্রতি উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ বির্নিমাণের প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যেগে খাগড়াছড়ি সদর উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২০ ডিসেম্বর) শহরের পৌর টাউন হল প্রাঙ্গণে সদর উপজেলা শাখার ৭ম কাউন্সিলের আলোচনাসভার আয়োজন করা হয়।

মারমা যুব ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি চিংহ্লামং মারমার সঞ্চালনায় ও সদর উপজেলা শাখার আহ্বায়ক রাপ্রুমগ এর সভাপতিত্বে-আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রচাথোয়াই চৌধুরী। বিশেষ অতিথি বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি কংচাইরী মারমা, সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, স্থায়ী কমিটর সদস্য মংশি মারমা।

সভায় বক্তারা বলেন, বৈষম্যমুক্ত পরিবেশ সৃষ্টি করে সকলে ঐক্যমতের ভিত্তিতে দেশের জন্য কাজ করতে হবে। বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের ৭ম কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটির সকল প্রতিনিধি দেশ ও জাতীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার আহবান জানান। 

বক্তব্য আরো জানান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান পার্বত্য তিন জেলায় মারমা সম্প্রদায় অবহেলিত ও বৈষম্যের শিকার। মারমা জনগোষ্ঠী অন্যান্য সম্প্রদায়ের চেয়ে অনেকখানি পিছিয়ে রয়েছে। যুগের পর যুগ প্রতিকূলতায় বেড়ে উঠেছে এ সম্প্রাদায়ের মানুষ। 

আলোচনা শেষে সদর উপজেলার নতুন কমিটির তিনজনের নাম ঘোষণা করা হয়। মংখই মারমাকে সভাপতি, থোয়াইউ মারমাকে সাধারণ সম্পাদক ও রেমাদু মারমাকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছরের জন্য ১০১ জন সদস্য নিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়। 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ