ঢাকার জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনুষ্ঠিত হলো "বিওএ ম্যারাথন ২০২৪," যা আয়োজিত হয় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায়। এই জমকালো আয়োজন ক্রীড়াপ্রেমী এবং স্বাস্থ্যসচেতন মানুষের মিলনমেলায় রূপ নেয়।
ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "এই ধরনের ক্রীড়া আয়োজন শুধু জনসাধারণকে স্বাস্থ্য সচেতন করে তোলে না, বরং তরুণ প্রজন্মকে ক্রীড়া ও শৃঙ্খলার দিকে আকৃষ্ট করে। এটি আমাদের সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ।"
এবারের ম্যারাথনে তিনটি ক্যাটাগরিতে সর্বমোট ৫,১১৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন, যা এ আয়োজনের ব্যাপক জনপ্রিয়তার ইঙ্গিত দেয়। প্রতিযোগিতার প্রতিটি ক্যাটাগরিতে সেরা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিওএ-এর কর্মকর্তারা, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস-এর চেয়ারম্যান, এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
বিওএ ম্যারাথন ২০২৪ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি ছিল একটি সামগ্রিক উৎসব। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে অনুপ্রাণিত করার এ ধরনের আয়োজন ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
বায়ান্ন/এসএ