![](https://dainikbayanno.com/storage/news-pic-26.jpg)
মাদকের বিস্তার রোধে খুলনা মেট্রোপলিটন পুলিশ নানা ধরনের উদ্যোগ চলমান রেখেছে। ৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে সোনাডাঙ্গা থানার একটি টিম বাসযোগে কক্সবাজার থেকে খুলনায় আগত দুই ব্যক্তিকে আটক করে। তাদের বহনকৃত স্কুল ব্যাগ তল্লাশি করে অভিনব কায়দায় রক্ষিত ৯০০০ পিস ইয়াবা এবং ৪ টি ১০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়৷
আটক দুই ব্যক্তির মধ্যে একজনকে মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) হিসাবে সনাক্ত করা হয়েছে। তার কাছে ১ টি ভূয়া বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।
আটক মাদক কারবারিরা হলো তৌহিদুল করিম (২৫) পিতা-মোজার মিয়া, কুতুপালং ক্যাম্প-১, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার এবং ইমরান খান (৩১) পিতা মোঃ শহিদুল খান, সাং-শ্রীফলা, থানা-কেশবপুর, জেলা-যশোর।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।