ঢাকা, শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫, ১৯শে মাঘ ১৪৩১

গলায় ভাত আটকে সাংবাদিক কন্যার মৃত্যু

আরফান আলী, শেরপুর | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ ১২:৪২:০০ অপরাহ্ন | দেশের খবর

গলায় ভাত আটকে মারা গেলো শেরপুরের নকলার সাংবাদিক মামুন মিয়ার কন্যা মরিয়ম সিদ্দিকী মুগ্ধ (১২)। 

ঘটনাটি ঘটে বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে আটটায়। 

মরিয়ম সিদ্দিকী মুগ্ধ দৈনিক আজকের বাংলা ও নতুনযুগ পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি ও ফুটবল রেফারি নকলা বাজার জালপট্রির মো. মামুন মিয়ার মেয়ে। মুগ্ধ মামুন মিয়ার এক ছেলে ও এক মেয়ের মধ্যে বড় সন্তান। 

পারবারিক সূত্রে জানা যায়, মরিয়ম সিদ্দিকী মুগ্ধকে রাতের খাবার দেয়া হলে তার গলায় ভাত আটকে যায়। এতে দ্রুত নকলা উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুটবল রেফারি শিপন বিষয়টি নিশ্চিত করেন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ