ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

গাইবান্ধার সাদুল্লাপুরে এক মহিলার কোলজুড়ে ৩ কন্যা : উৎসুক জনতার ভিড়

সঞ্জয় সাহাঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ২৮ জুন ২০২২ ০৪:১০:০০ পূর্বাহ্ন | দেশের খবর

গাইবান্ধার সাদুল্লাপুরে একই সঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন রুমা বেগম (৩০) নামের এক গৃহবধূ। একসঙ্গে ৩ সন্তানের জন্ম' প্রসবের ঘটনায় নবজাতকদের  একনজর দেখতে ভীড় করছে এলাকাবাসী সহ  উৎসুক জনতা।

বর্তমানে নবজাতকরা সুস্থ থাকলেও অসুস্থ হয়ে পড়েছেন প্রসূতি মা। পরে ৩ সন্তানকে কোলে তুলে নেন ৩ মহিলা।

জানা গেছে, ২৭ জুন সোমবার  সকালে সাদুল্যাপুর  উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্যভাঙ্গামোড় (টুবরিপাড়া) গ্রামের নিজ বাড়িতে শিশুদের জন্ম দেন ওই গৃহবধূ।

স্থানীয়রা জানায়, রুমার স্বামী অত্যান্ত গরীব মানুষ। ওইসময় হঠাৎ করে রুমার প্রসব বেদনা ওঠে। টাকার অভাবে তাদের কোন পুর্ব প্রস্তুতি ছিল না। এমনি করে একপর্যায়ে নিজ বাড়িতে স্বাভাবিকভাবে প্রসব করে পর পর তিনটি মেয়ে সন্তান ভূমিষ্ট হয়।

এদিকে স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত ওই প্রসূতি ও নবজাতকদের চিকিৎসাসেবা দরকার।

রুমা বেগমের স্বামী আশাদুল ইসলাম সাংবাদিকদের জানান, আগের দুইটি সন্তান রয়েছে তাদের। সদ্য ভূমিষ্ট তিন বাচ্চা সুস্থ রয়েছে। এখনো সন্তানদের নাম রাখা হয়নি। তবে প্রসূতি মা অনেকটাই অসুস্থ। এখন টাকার অভাবে চিকিৎসাসেবা দিতে পারছি না।