ঢাকা, রবিবার ৫ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের উদ্বোধন

সঞ্জয় সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ | প্রকাশের সময় : রবিবার ৫ মার্চ ২০২৩ ০৬:০১:০০ অপরাহ্ন | দেশের খবর

 

গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কুপতলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  বক্তব্য রেখেছেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিণি এমপি।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- প্রধানমন্ত্রীর জন্য আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। ডিজিটাল বাংলাদেশে নিজেকে স্মার্ট করে তুলতে হবে। সে জন্য পড়াশোনা করতে হবে। স্মার্ট ফোনের ভাল দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। তোমাদেরকে খারাপ দিক বর্জন করতে হবে। ২০৩০ সালে আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে চাই।  তোমরা পড়াশোনা করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়তে সহযোগীতা করবে।

এ সময় উপস্থিত ছিলেন - বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গাইবান্ধা পৌর আওয়ামীলীগ সভাপতি ওমর ফারুক রুবেল, ৩নং কুপতলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ অনেকে।