ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

গাজীপুর মহানগরের রাজপথ ছিলো আওয়ামী যুবলীগের দখলে

মোঃ রেজাউল করিম মজুমদার, গাজীপুর : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ ০৯:০৭:০০ অপরাহ্ন | দেশের খবর
গাজীপুর মহানগরের বিএনপি জামায়াতের ডাকা তিন দিনব্যাপী সকাল সন্ধ্যা অবরোধ চলাকালে মঙ্গলবার গাজীপুরের রাজপথ ছিলো আওয়ামী যুবলীগের সহযোগী সংগঠন গুলোর দখলে। সকাল থেকে আওয়ামীলীগের নেতাকর্মীরা চান্দনা চৌরাস্তা এলাকায় এসে জড়ো হতে থাকে। বিএনপি জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শতাধিক মোটরসাইকেল নিয়ে মিছিল বের করে আওয়ামী যুবলীগের বিভিন্ন নেতাকর্মীরা। বিএনপি জামায়াতের নেতাকর্মীদের সকাল থেকে দেখা যায়নি। চান্দনা চৌরাস্তা ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ ফ্লাইওভারের নিচে অবস্থান করে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। বিএনপি জামাত এর বিরুদ্ধে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাবেক ভিপি আফজাল হোসেন সরকার রিপন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এসএম মোকছেদ আলম, বাসন থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ আব্দুল বারী, বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাসেম,  গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আব্দুল মজিদ বিএসসি সহ আওয়ামী যুবলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে  সিনিয়ররা বলেন, হরতাল অবরোধ দিয়ে কোনো লাভ নেই, বিএনপির জামাত নিজেদের কষ্ট নিজেরাই ডেকে আনছে, দূরে পালিয়ে থেকে বিভিন্ন অপকর্মের নির্দেশনা দিয়ে কোনো লাভ হবে না। কারণ আওয়ামী যুবলীগ অতীতেও রাজপথে ছিলো, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। জ্বালাও পোড়াও নৈরাজ্যের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়েছে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ।