ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

গাজীপুর রাতদিন দাপিয়ে বেড়াচ্ছে ছিনতাইকারী চক্র

গাজীপুর প্রতিনিধি | প্রকাশের সময় : রবিবার ৯ জুলাই ২০২৩ ০৫:৫৪:০০ অপরাহ্ন | জাতীয়
 
 
 
 
গাজীপুরের চৌরাস্তা ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী আবদুল্লাপুর গাজীপুর ঢাকা মহাসড়ক সহ চন্দ্রা গাজীপুর টাঙ্গাইল মহাসড়কে প্রতিনিয়ত ছিনতাইকারীদের কবলে পড়তে হচ্ছে বিভিন্ন জেলা থেকে আগত অসহায় পথচারীদের। অনেক সময় ছিনতাইকারীদের ছুরির আঘাতে পথচারীদের প্রাণ গেছে বলেও বিভিন্ন অভিযোগ রয়েছে থানায়, তারপরও থেমে নেই তাদের অপকর্ম, এই অপকর্ম গুলোর সাথে অধিকাংশ কিশোর গ্যাং জড়িত, তাদেরকে লিড দেওয়ার মতো বিভিন্ন আউট পয়েন্টে লোক থাকে বলেও জানান পথচারীরা। শত হাজার অভিযোগ থাকলেও কোনো প্রকারেই কমছে না ছিনতাই, চুরি, ডাকাতি। ডিউটি শিফটের মতো রাতদিন ২৪ ঘন্টা চলে তাদের এই অপকর্ম। মার্কেটে, ফুটপাতে, বাস টার্মিনাল, টিকেট কাউন্টারে  সাধারণ পথচারীদের বীর যতই জমবে ততই যেনো তাদের জন্য আনন্দর বিষয় হয়ে দাঁড়ায়। ছিনতাই, চুরি, ডাকাতি, মলম পার্টিদের দূরত্ব সব জায়গায় বেড়েই চলছে নেই কোনো সাধারণ জনগণের নিরাপত্তা দাপিয়ে বেড়াচ্ছে পুরো গাজীপুর জুড়ে। এসব ছিনতাইকারীরা বাসা বাড়ির অলিগলিতেও সন্ধ্যা হওয়ার পরপরই বিভিন্ন পয়েন্টে গভীর রাতের শেষ পর্যন্ত আড্ডার মধ্য দিয়ে নাটক সাজিয়ে বিভিন্ন অপকর্ম করে থাকে। পাহাড় পরিমান অভিযোগ থাকলেও কোনো কাজে আসছে না আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা। কিছু ক্ষিপ্ত সাধারণ জনগণ উন্মোচন করে বলছে, এদের সাথে রাজনীতি প্রেক্ষাপটের কিছু লোক এবং পুলিশ প্রশাসনের কিছু লোক জড়িত আছে বলে তারা এতো সাহস পায়, না হয় তাদেরকে আটকানোর পর মারধর করতে গেলে আমার অমুক নেতা তমুক নেতা আছে বলে কাটিয়ে দেয় এবং জেলখানায় গেলেও কম সময়ের ভিতর জামিন পেয়ে চলে আসে থানায় গেলেও অল্প টাকার বিনিময়ে ছুটে চলে আসে তাহলে একবার চিন্তা করে দেখেন তাদের সাপোর্টে যদি কেউ না থাকে তাহলে পুরো গাজীপুর জুড়ে তারা এভাবে দাপিয়ে বেড়ায় কিভাবে। অধিকাংশ কষ্টের মুহূর্ত হচ্ছে গ্রাম থেকে নতুন শহরে আসা লোকদের, যেমন বাসে উঠতে গেলেই পিছন থেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে হাতে থাকা যাত্রীর ব্যাগটি ঠিক একই রকমভাবে বাস থেকে নামতে গেলেও যাত্রীদের হাত থেকে টান মেরে নিয়ে চলে যাচ্ছে তার ব্যাগটি শুধু তাই না বাসের জানালার পাশে প্রাইভেট কারের জানালার পাশে বসে মোবাইল কানে দিয়ে কথা বলা অবস্থায় মোবাইল সহ কানের দুল ছিনিয়ে নিয়ে চলে যায় ছিনতাইকারীর দল। ঢাকা গাজীপুরে বেশ প্রচারিত একটি নাম ফিটিং কেইস যেমন কয়েকজন কিশোর গ্যাং মিলে রাস্তা দিয়ে হেঁটে চলে যাওয়া পথচারী একজনকে লক্ষ্য করে পরবর্তী সময় সবাই মিলে তাকে টার্গেট করে অন্ধকার অলিগলি রাস্তায় নিয়ে গিয়ে পথচারীর গলায় সুইচগেট, বেলেট, চাপাটি যেকোনো একটি বসিয়ে হামকি, ধামকি দিয়ে মারধর করে তার মোবাইল, মানিব্যাগে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে চলে যায় বলে শত হাজার অভিযোগ রয়েছে। জননিরাপত্তার স্বার্থে সাধারণ পথচারীদের কঠোর নিরাপত্তায় রাখতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ কিশোর গ্যাং, ছিনতাইকারী, মলম পার্টি, চুরি, ডাকাতি কমানোর মধ্য দিয়ে পথচারীসহ সাধারণ জনগণের কোনো প্রকার সমস্যার বিঘ্ন যেনো না ঘটে আর কারো প্রান যেনো কিশোর গ্যাং এর হাতে না যায় সার্বিক ভোগান্তির কথা লক্ষ্য করে সর্বদাই সোচ্চার থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর। তাহলে সবকিছু নিয়ন্ত্রণে রাখা যাবে বলে মনে করছেন উপরমহল। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আরো জোরদার করতে হবে বলে দাবি করছেন সাধারণ জনগণ ও পথচারীরা।