ঢাকা, বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৮শে কার্তিক ১৪৩১
জিরো পয়েন্ট ঘিরে গভীর রাত অবধি মিছিল

গুলিস্তানে আজ পাল্টা কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সালেহ্ বিপ্লব, ঢাকা | প্রকাশের সময় : রবিবার ১০ নভেম্বর ২০২৪ ১২:২১:০০ পূর্বাহ্ন | রাজনীতি
হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক থেকে নেওয়া ছবি

আওয়ামী লীগ আজ রোববার ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে’ রাজধানীতে বিক্ষোভ মিছিল ডেকেছে । নূর হোসেন দিবস উপলক্ষে ঘোষিত এ মিছিল বিকেল তিনটায় জিরো পয়েন্ট থেকে শুরুর ঘোষণা দেওয়া হয়েছে দলের ভেরিফায়েড ফেসবুক পেইজে। এর পাল্টা কর্মসূচি হিসেবে স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে একইস্থানে দুপুরে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

শনিবার (৯ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ কর্মসূচির কথা জানান। তিনি জানান, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে গণজমায়েত অনুষ্ঠিত হবে। গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। 

রাজধানীর পাশাপাশি দেশের সব জেলায়ও একই কর্মসূচি পালনের আহ্বান জানান হাসনাত।

এদিকে, গত গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই আওয়ামী লীগের প্রথম কর্মসূচি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে জানিয়েছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বিক্ষোভ করার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে বলে কড়া হুঁশিয়ারি দেন প্রেস সচিব। 

আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণার পর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় দলটির বিরুদ্ধে মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। সন্ধ্যার পর থেকে গভীর রাত অবধি নয়াপল্টন, পুরানা পল্টন, বিজয়নগর, তোপখানা ও দৈনিক বাংলা এলাকায় শেখ হাসিনার বিচার চেয়ে মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।