ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

রিয়াজ হত্যা মামলা: ওবায়দুল কাদেরের পিএ মতিন রিমান্ডে

এম এম লিংকন: | প্রকাশের সময় : মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪ ০৫:২৫:০০ অপরাহ্ন | জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেরানীগঞ্জ এলাকায় শিক্ষার্থী রিয়াজ হোসেন হত্যাকাণ্ডের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএ) এবং ঢাকা মহানগরী উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন হাওলাদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ থানার পরিদর্শক ইলিয়াস হোসেন আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন, তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করলেও আদালত তা খারিজ করেন।

গত সোমবার (১১ নভেম্বর) ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামে অভিযান চালিয়ে মতিনকে আটক করে পুলিশ। কেরানীগঞ্জ থানার রিয়াজ হত্যা মামলায় তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

হত্যাকাণ্ডের বিবরণ

মামলার তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৯ জুলাই কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া ইস্পাহানি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিয়াজ হোসেন (২১) গুলিবিদ্ধ হন। অভিযোগ অনুসারে, এজাহারনামীয় আসামিদের ছোড়া গুলি তার মাথার পেছনে লাগে, এবং ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে সন্ধ্যা ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের চাচা রমজান আলী শওকত বাদী হয়ে ৩১০ জনের নামে মামলা দায়ের করেন, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও অন্তর্ভুক্ত রয়েছে। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে বাধা দেয়া এবং হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে।

 

বায়ান্ন/এএস