ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

গোমস্তাপুর চোলাইমদসহ আটক ৩

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : শুক্রবার ১৯ নভেম্বর ২০২১ ০৬:২৩:০০ অপরাহ্ন | দেশের খবর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বোয়ালিয়া ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে দেশীয় তৈরি চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন র‌্যাটালিয়ন র‌্যাব। গতকাল শুক্রবার ভোর ৬টার সময় ওই গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। 
র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তি জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া ইউনিয়নের কালীনগর গ্রামের কোহিনুর বেগমের বাড়ি সংলগ্ন আমগাছের নিচে কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলীর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয় । অভিযানে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে কালীনগর গ্রামের মৃত চাঁন মুন্সীর ছেলে আব্দুল মান্নান (৫১), একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম ঝিলিক (২৫) ও  আলমপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে সিফাত হোসেন (২০) কে আটক করা হয়। এসময় ৩ হাজার ৭২০ লিটার চোলাইমদ জব্দ করা হয়েছে। জব্দকৃত চোলাইমদের মধ্যে ১৫ (পনের) লিটার রাসায়নিক পরীক্ষা ও বিজ্ঞ আদালতে বিচারিক কাজের জন্য প্রেরণ করা হয়। বাকি ৩ হাজার ৭০৫ লিটার চোলাইমদ  পঁচনশীল, দুর্গন্ধযুক্ত ও বহনের অযোগ্য হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ২৯(৩) ধারা অনুযায়ী ঘটনাস্থলে সাক্ষীদের সামনে নষ্ট করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদি হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।