ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

ঘন কুয়াশার চাদরে খুলনা

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ১৪ ডিসেম্বর ২০২২ ১০:৩৩:০০ পূর্বাহ্ন | জাতীয়

পৌষ মাস শুরুর একদিন আগে হঠাৎ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে খুলনা। কুয়াশার দেয়ালে কয়েক হাত দূরের দৃশ্য দেখা দুরূহ হয়ে পড়েছে।রাস্তাঘাট, সড়ক, নদীপথে চোখ মেললে দৃষ্টিসীমা কুয়াশায় আটকে যায়। সকাল থেকেই কম সূর্যের আলো ও তেজ। এতে করে খুলনাসহ দক্ষিণাঞ্চলের দিকে হিমেল কনকনে হাওয়া কাঁপন তুলছে। যদিও পারদের দাগে তাপমাত্রা তেমন নামেনি।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে ঘন কুয়াশার খুলনা শহর এক রহস্যময় এলাকায় পরিণত হয়েছে । সূর্য আড়ালে ঢাকা পড়লেও থেমে থাকেনি কর্মজীবী মানুষের চলাচল। চাকরিজীবীরা নির্ধারিত সময়েই বেরিয়ে পড়েছেন রাস্তায়।

অফিসগামী ব্যাংক কর্মকর্তা রেজওয়ান ওয়ালিদ অন্তু বলেন, ভোর থেকে হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে খুলনা। স্নিগ্ধ সকালে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিলো খুলনা। কুয়াশা থাকায় সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। সূর্যের দেখা না মেলায় সড়কে যান চলাচলে এসেছে ধীরগতি। গাড়িগুলোর চালকরা হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছেন। সাথে ফগলাইটও।

অফিসগামী সরকারি কর্মকর্তা ফারহানা আফরোজ বলেন, প্রকৃতি যেন আচ্ছন্ন হয়ে আছে কুয়াশার চাদরে! বৃষ্টির ফোঁটার মতো শিশির পড়ে ভিজে আছে পথঘাট। বেলা গড়ালেও অধিকাংশ জায়গা থেকেই সরেনি কুয়াশার চাদর।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, খুলনায় কুয়াশার দাপট বেড়েছে। এখন ক্রমান্বয়ে বাড়বে শীতের দাপটও।