ঢাকা, বুধবার ১ মে ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

ঘুণ পোকা দমন করা উচিত

কামরুল হাসান, জামালপুর: | প্রকাশের সময় : রবিবার ৩ ডিসেম্বর ২০২৩ ১০:১১:০০ অপরাহ্ন | কৃষি ও প্রকৃতি

সাধারণত আমন মৌসুমের পরপরই শুরু হয় ঘরকাজের মৌসুম। এ মৌসুমে নানা জাতের বাঁশ ব্যবহৃত হয় । দেশি জাতের বাঁশের সাথে পাহাড়ী জাতের বাঁশও ব্যবহার হয় । ঘরকাজ ছাড়াও নানা কাজে বাঁশের ব্যবহার রয়েছে। তল্লা, বড়বাঁশা ও বাগনী এগুলো দেশি জাতের বাঁশের মধ্যে পড়ে। আর তাড়াই, চ্যাং, পেঁচা, স্বর্ণ, ডলু, কালো, তেঁতুয়া, থাই, মাকলা, মিতিঙ্গা, বরাক, রেঙ্গুন, ফারুয়া, বেথুয়া, ব্রান্ডিসি, বাইজ্জা, মাকলা, কাঁটা, হেজা, লাঠি, ঘটি, জিগজ্যাগ, বারওয়ারী, বরাক, কনককাইচ, মুলি ও বোম্ব বাঁশ এগুলো হচ্ছে পাহাড়ি জাতের বাঁশ। দেশি জাতের বাঁশের চেয়ে উন্নত জাতের বাঁশের কদর বেশি। বাজারে নানা জাতের বাঁশ পাওয়া গেলেও গ্রাহকরা তুলনামূলকভাবে দেশি বাঁশের চেয়ে উন্নত জাতের বাঁশের প্রতি আকৃষ্ট হয় বেশি। বিশেষ করে উন্নত জাতের রাজা, মোড়লী, মোজাক ও জামাবাঁশসহ বিভিন্ন জাতের বাঁশের চাহিদা বেশি। সাধারনত বাড়তি বা পাকা বাঁশে ঘুণে ধরে না। ওই সব বাঁশে ঘুণের আকৃষ্টতা কম। কারণ ইহা শক্তপোক্ত বিধায় সহজে ছিদ্র করে আক্রমণ করা যায় না। আর কম বাড়তি বা আধাপাকা বাঁশে ঘুণের আকৃষ্টতা বেশি। কারণ এতে সহজেই ছিদ্র করে আক্রমণ করা যায়। মোট কথা বাঁশ যত কম বয়সের তথা অপক্ক হবে ঘুণের আক্রমণ ততই বেশি হবে। এখানে বয়সের কমতি বা অল্প বয়স আর অপক্ককে পরিপূর্ণ জ্ঞানের অভাব বুঝানো হয়েছে। আর বাঁশের বয়স যত বেশি হবে অর্থাৎ পরিপক্ক হবে তাতে ঘুণের আক্রমণ ততই কম হবে। এখানে বয়স যত বেশি হবে অর্থাৎ পরিপক্ক হবে দ্বারা আগেরটার বিপরীত অর্থ বুঝানো হয়েছে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে, বাগানের বাঁশের পাশাপাশি বাড়ির ঘরেও কিছু বাঁশ রয়েছে। এসব বাঁশগুলোর প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। যাতে অল্প বয়সেই ঘুণে না ধরে। অর্থাৎ বয়স ও জ্ঞানের স্বল্পতার দরুণ সহজেই ভুল করতে পারে। তাই তাদেরকে ভুল ও সঠিকের পার্থক্যটা বুঝানোর পাশাপাশি সুফল/কুফলেরও ধারণা দিতে হবে। অতএব, সময় থাকতেই যথাযথ পদক্ষেপ নেয়া উচিত। তা না হলে বাঁশের মত তাদেরও ঘুণ পোকায় আক্রমণ করবে। ফলে জাতি কাঙ্খিত ফলাফল লাভে ব্যর্থ হবে । তাই সব বাঁশেরই পোকা দমন করা উচিত।