রাজধানীর চকবাজার বিসমিল্লাহ টাওয়ারের পাশে পাঁচতলা ভবনের পঞ্চম তলায় সিরামিক গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এর মধ্যেই আগুন নেভানোর কাজ করছে। এখনও হতাহতের কোনো খবর পওয়া যায়নি।