ঢাকা, বুধবার ৪ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১
ইসকনের পক্ষে ওকালতনামা

চট্টগ্রামে মহানগর পিপি ও তার জুনিয়রের পদত্যাগ দাবি আইনজীবীদের (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : সোমবার ২ ডিসেম্বর ২০২৪ ০৪:৪২:০০ অপরাহ্ন | দেশের খবর

চট্টগ্রামে মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তার জুনিয়রের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাধারণ আইনজীবীদের একটি অংশ। অভিযোগ উঠেছে, ইসকনের পক্ষে মহানগর পিপির জুনিয়র অতিরিক্ত মহানগর পিপি এডভোকেট নেজাম একটি ওকালতনামায় স্বাক্ষর করেছেন, যা আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

বিক্ষুব্ধ আইনজীবীরা মহানগর পিপি এবং তার জুনিয়রকে চেম্বারে অবরুদ্ধ করে রাখেন। তাদের দাবি, রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কারও পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা অনৈতিক এবং দায়িত্বের পরিপন্থী। আইনজীবীদের অভিযোগ, এই ধরনের কার্যক্রম বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করতে পারে।

অতিরিক্ত মহানগর পিপি নেজামের স্বাক্ষরিত ওই ওকালতনামায় স্বাক্ষর করেছেন আরও এক আইনজীবী, এপিপি সানজিদা। বিষয়টি জানাজানি হওয়ার পর আইনজীবী মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ঘটনায় মহানগর পিপি এবং তার জুনিয়রের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে আইনজীবীদের এই বিক্ষোভ পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, আইনজীবী নেতারা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তবে সাধারণ আইনজীবীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

বায়ান্ন/এএস/একে