চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতসন্দেহে ক্ষুব্ধ জনতার হামলায় তিন র্যাব সদস্য আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বুধবার (২৫ মে) সন্ধ্যায় মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন সন্ধ্যায় বারইয়ারহাট পৌরবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর হোসেন মামুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় হঠাৎ গোলাগুলি আরম্ভ হয়। এরপর ডাকাতি হচ্ছে এমন কথা ছড়িয়ে পড়লে স্থানীয়রা মিলে অস্ত্রধারী কয়েকজনকে বেধড়ক পেটায়। যদিও পুলিশ বলছে মাদক ব্যবসায়ীরা এই ঘটনা ঘটিয়েছে। র্যাব সূত্রও বলছে মাদক মামলায় অভিযান চালাতে র্যাবের ওই সদস্যরা সেখানে গিয়েছেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর হোসেন মামুন বলেন, ‘র্যাবের সদস্যদের সাথে একটা সংঘর্ষ হয়েছে। মাদক ব্যবসায়ীরা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় র্যাবের ৩ জন আহত হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা এখনও ঘটনার বিষয়ে বিশেষ কিছু জানি না। আপনারা র্যাবের সাথে যোগাযোগ করেন।’
আহত র্যাব সদস্যদের মধ্যে কাউসারকে (২৯) বারইয়ারহাট জেনারেল হাসপাতাল এবং মোখলেস (৩৩) ও পারভেজকে (২৮) বারইয়ারহাট মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ মে) সন্ধ্যার দিকে র্যাবের সঙ্গে ওই এলাকার মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটে।
এই বিষয়ে র্যাব-৭ এর সদর কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার তাহিয়াত চৌধুরী বলেন, ঘটনা শুনে চট্টগ্রাম থেকে র্যাবের একটি টিম মিরসরাই যাচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে র্যাবের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, আহত র্যাব সদস্যদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক। তাদের হেলিকপ্টারে করে ঢাকা নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।’