চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার ব্রিজঘাট এলাকা থেকে মুঠোফোন চোর চক্রের সদস্য মো. ইমাম হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ।
গোয়েন্দা পুলিশ জানায়, সোমবার রাতে ৩৮টি চোরাই মোবাইলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পরিদর্শক মো. ইমরান হোসেন দৈনিক বায়ান্নকে বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে মো. ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩৮টি চোরাই মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।