কুমিল্লার চান্দিনায় মাতৃভূমি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে দিনভর চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় মাতৃভূমি ফাউন্ডেশনের আরো দুটি শাখা মাতৃভূমি মডেল মাদরাসা এবং মাতৃভূমি মডেল গার্লস স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেয়।
শুরুতে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোঃ আখতার হোসাইনএর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা। বিশেষ অতিথির বক্তব্য দেন চান্দিনা উপজেলা বিআরডিবি কর্মকর্তা জাফর আলম। পরে শিশু-কিশোররা বিভিন্ন ধরণের খেলায় অংশ নিয়ে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে। আর ক্ষুদে শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজটি সবার মন কেড়ে নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মাতৃভূমি ফাউন্ডেশনের সেক্রেটারি মোঃ আক্তার হোসেন, অবিভাবক ফোরামের সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, প্রিন্সিপাল আল মামুন, প্রিন্সিপাল এমএকে মহিউদ্দিন, প্রিন্সিপাল মাওলানা জাহাঙ্গীর আলম, শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক, বিভিন্ন পত্রিকা ও চ্যানেলের সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ভাইস প্রিন্সিপাল মোঃ মোতালেব হোসেন,ভাইস প্রিন্সিপাল মোঃ তাজুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল মাওলানা ছফিউল্লাহ। খেলা পরিচালনায় ছিলেন উপজেলা স্কাউট কমান্ডার মুক্তিযুদ্ধা মোঃ সুলতান আহমেদ এবং মোবারক হোসেন।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ