ঢাকা, শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫, ১৯শে মাঘ ১৪৩১

চান্দিনায় রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর লটারি অনুষ্ঠিত

কাজী রাশেদ, চান্দিনা | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ ১২:২৭:০০ অপরাহ্ন | দেশের খবর

কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর খেলায় অংশ গ্রহণকারী দলের লটারী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মিলনায়তনে এ লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)–র মহাসচিব, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. রেদোয়ান আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এ গোল্ডকাপ ফুটবল খেলায় ৩২টি দল নিবন্ধন করেন। এদের মধ্যে প্রতিদ্বন্ধিতায় অংশ নিতে ১৬ জোড়া দল লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। প্রতিদ্বন্ধিতায় প্রাথমিক পর্বে অংশ নিতে  নির্বাচিত দল গুলো হলো , ১। এড. সাদেকুর রহমান চেয়ারম্যান ফুটবল একাদশ বনাম কাজিয়াতল আনন্দ একাদশ   ২। বড় গোবিন্দপুর ফুটবল একাদশ বনাম শহীদ জিয়াউর রহমান কলেজ একাদশ  ৩। দোল্লাই নবাবপুর কালো মানিক একাদশ বনাম শিংগুলা ব্রাইট স্টার একাদশ ৪। বর্ণমালা ফুটবল একাডেমী বনাম ইলিয়টগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমী ৫। হাজী অন্তর বেলাশ্বর একাদশ বনাম শ্রীপুর নিউ মিতালী সংঘ ৬। দাউদকান্দি পৌরসভা একাদশ বনাম জোয়াগ ইউনিয়ন স্পোটিং ক্লাব ৭। পয়ালগাছা ক্রীড়া সংঘ বনাম নিমসার পাঁচকিত্তা ফুটবল একাদশ  ৮। বাইছাড়া একাদশ বনাম চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ একাদশ ৯। ছাতাড্ডা মানব কল্যাণ  ঐক্য পরিষদ বনাম বরকরই ফুটবল একাদশ ১০। মাইজখার ইউনিয়ন ফুটবল একাদশ বনাম কচুয়া ইয়াং স্টার ক্লাব একাদশ  ১১। মাধাইয়া মুক্তিযুদ্ধা স্মৃতি কলেজ বনাম ঝলম স্পোটিং ক্লাব ১২। শুহিলপুর ইউনিয়ন একাদশ বনাম মহিচাইল এক্সপ্রেস একাদশ ১৩। রূপা একাদশ বনাম প্রভাতী একাদশ ১৪। চান্দিনা মুক্তিযুদ্ধা স্মৃতি সংসদ বনাম হারং ফুটবল একাদশ ১৫। শ্রীমন্তপুর একাদশ বনাম মস্কিপুর একাদশ ক্লাব  ১৬। কালীরবাজার বুলেট ক্লাব একাদশ বনাম রফিক চেয়ারম্যান স্মৃতি সংসদ ।

অনুষ্ঠানে লটারি পরিচালনা করেন রেদোয়ান আহমেদ ফউন্ডেশনের নির্বাহী সদস্য মিসেস মমতাজ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারী রেজোয়ানা আহমেদ।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ভূইয়া, অধ্যক্ষ মোঃ আবুল কাসেম, অধ্যক্ষ আবু তাহের , ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নূরুল ইসলাম, মোঃ মজিবুর রহমান, আবু নোমান কাউছার মানিক, মোঃ মোস্তাফিজুর রহমান জুয়েল, মোঃ আব্দুল বারেক, মোঃ আলী মিয়া, মোঃ দুলাল হোসেন এবং সদস্য সচিব প্রভাষক মোঃ রুহুল আমীন সহ অনেকে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ