ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

চীনে নতুন মার্কিন রাষ্ট্রদূত ডেভিড টার্ডিউ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশের সময় : শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪ ০২:৪৬:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

চীনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মার্কিন সাবেক সিনেটর ডেভিড পার্ডিউকে নিয়োগ দিয়েছেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দিয়েছেন।  

প্রতিবেদনে বলা হয়েছে, ৭৪ বছর বয়সী পার্ডিউ ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত জর্জিয়ার রিপাবলিকান সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় ট্রুথে বলেছেন, ‘আজ রাতে, আমি ঘোষণা করছি, সাবেক মার্কিন সিনেটর ডেভিড পার্ডিউকে চীনে যুক্তরাষ্ট্রে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলাম।’

ট্রাম্প বলেন, ‘একমাত্র রিপাবলিকান হিসেবে পার্ডিউ বৈদেশিক সম্পর্ক কমিটিতেও কাজ করেছেন।’

তিনি আরও বলেছেন, ‘পার্ডিউ এই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য আমার কৌশল বাস্তবায়নে এবং চীনের নেতাদের সঙ্গে একটি উৎপাদনশীল কাজের সম্পর্ক স্থাপনে সহায়ক হবেন।’ 

 

বায়ান্ন/এসএ