হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের গনকিরপাড়ে অবস্থিত ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভার সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ওসমান গণি কাজল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাওছার শোকরানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সিও মোঃ নাসির উদ্দিন। আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ও বিদ্যালয় দাতা সদস্য মোঃ আব্দুল হাই প্রিন্স ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক/শিক্ষীকাবৃন্দসহ শত-শত ছাত্র-ছাত্রীরা।
সভার শুরুতেই মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করা হয় ও এক শিক্ষার্থী মানপত্র পাঠ করে। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে বেশ কয়েকজন শিক্ষার্থী। এছাড়াও অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুল আলম সোহেল।
সভা শেষে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাওছার শোকরানাকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।