ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

চুনারুঘাটে জাতীয় বীমা দিবস পালিত

এম এস জিলানী আখনজী : | প্রকাশের সময় : বুধবার ১ মার্চ ২০২৩ ০৮:২৪:০০ অপরাহ্ন | দেশের খবর
 
“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে।
 
এ উপলক্ষে বুধবার (১ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
 
র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট  উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল কাদির লস্কর।
 
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, উপজেলা সমাজসেবা অফিসার বারিন্দ্র চন্দ্র রায় ও উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আব্দুর রউফ প্রমূখ। 
 
র‌্যালী ও আলোচনা সভায় উপজেলার সান লাইফ, ডেল্টা লাইফ ও ন্যাশনাল
বীমাসহ বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধিগন এবং উপজেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।