ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

চুনারুঘাটে তিন দিবস উদযাপনে প্রস্তুতি সভা

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) : | প্রকাশের সময় : মঙ্গলবার ১২ মার্চ ২০২৪ ০৭:৫৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দিবসসহ বিভিন্ন দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ মার্চ সোমবার  দুপুরে চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম মাহবুব। 

এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার মোঃ কাওছার শুকরানা, সহকারী শিক্ষা অফিসার মোঃ খুরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, যুগ্ন-সম্পাদক মোঃ আব্দুস সামাদ আজাদ, চুনারুঘাট থানার এসআই অজিত কুমার তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গফফারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। 

সভায় আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে নানা করণীয় সম্পর্কে সিদ্ধান্ত হয়। এ সময় দিবসগুলো যথাযথ পালনের জন্য বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেওয়া হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো: উপজেলা শহীদ মিনার চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা, সরকারি আধা-সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। দিবসগুলোকে সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পৃথক-পৃথক কমিটি/উপ-কমিটি গঠণের সিদ্ধান্তসহ বিভিন্ন কর্মসূচী গৃহীত হয়।