ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের বুধবার(১লা ডিসেম্বর) অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করার অভিযান পরিচালনা করা হয়। দৌলতপুর গ্রামে বসতবাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়া ৫টি পরিবারের গ্যাস সংযোগ বিছিন্ন করেন বাখরাবাদ গ্যাস কোম্পানি।
ফেনী জেলা প্রশাসক কার্যলায়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এই অভিযানের নেতৃত্ব দেন।বাংলাদেশ গ্যাস আইন ২০১০ ধারায় তিনটি মামলায় নগদ ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এসময় উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ফেনী শাখার ব্যবস্থাপক জসীমউদ্দীন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেন, এমন অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করার অভিযান অব্যাহত থাকবে।
এলাকার ভুক্তভোগীরা জানায়, প্রায় কয়েক বছর ধরে দৌলতপুর গ্রামে মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় এলাকার প্রভাবশালীরা। তারা অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।