ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

ছাগলনাইয়ায় প্রতিবন্ধী আবদুস সাত্তারে ঘর নির্মাণের প্রয়োজন আর্থিক সাহায্য

সাখাওয়াত হোসেন //ছাগলনাইয়া সংবাদদাতা | প্রকাশের সময় : রবিবার ২০ নভেম্বর ২০২২ ০৭:২৭:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 
 
ছাগলনাইয়ায় মহাময়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পূর্ব দেবপুরে সুজা মিয়া দরবেশ বাড়ীর আব্দুল হাই'র ছেলে আবদুস সাত্তার।কোন একসময়ে সাত্তারের ছিল টাকা পয়সা যশ।দীর্ঘ বাইশ বছর চালিয়েছেন মাইক্রো গাড়ী।জীবনে সংগ্রাম করে দুটি ট্যাম্পুর মালিক ছিলেন।দু'হাতে ছিল টাকা পয়সা।২৪ বছর আগে বিয়ে করেছেন এখন দুই কন্যা ও এক পুত্র সন্তানের মালিক।দু'টি কন্যা এবার এসএসসি পরীক্ষার্থী।ছেলের বয়স ২২ বছর। টাকার অভাবে পড়াশোনা ছেড়ে দিয়েছেন।৭বছর আগে আব্দুল সাত্তার প্যারালিসিসে অসুস্থ হয়ে  পড়েন।নিজের সাধ্যমত চেষ্টা করেছেন সুস্থ হতে কিন্তু পেরে উঠেনি।চিকিৎসা জন্য ব্যয় করেছেন নিজের কাছে থাকা অর্থকড়ি।এখন তিনি সর্বশান্ত।দুই মেয়ের পড়াশোনা খরচ, একটি ছেলে বেকার, নেই মাথা খোঁজার ঠাঁই,ওষুধ দাওয়া কিনতে হিমসিম খাচ্ছে। অনেকের সহায়তায় ঘরের কাজ আরম্ভ হলেও এখন টাকার অভাবে কাজ বন্ধ। তাঁর অসহায়ত্ব কথা শুনে ইতিমধ্যেই এগিয়ে এসেছেন মহামায়া ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও ফেনী জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান মজুমদার ও শিল্পপতি আহমেদ মাহি রাসেল প্রমূখ। তাঁদের দেওয়া সাহায্য সহযোগিতা যতটুকু ঘর তৈরি  কাজ করা সম্ভব হয়েছে তা করেছেন এখনো ঘর নির্মাণ কাজ বাকী রয়েছে। 
 
আবদুস সাত্তার জানান, আমার ডায়বেটিস ও
প্যারালিসিস,আমার দু'টি মেয়ের পড়াশোনা এবং আমার একটা ছেলে বেকার।আমার ঘরের কাজ বন্ধ।প্রয়োজন চার বান টিন ও মিস্ত্রি খরচ।কেউ যদি আমাকে সাহায্য সহযোগিতা করে আমি চির কৃতজ্ঞ থাকব।আমার বেকার ছেলেকে কেউ চাকরি দিলে আমি ভিক্ষা পথ থেকে ফিরে যেতে পারবো।প্রতিবন্ধী আবদুস সাত্তার প্রকাশ বুলু মিয়ার অসম্পূর্ণ ঘরটি সম্পন্ন করতে সাহায্য করতে  যোগাযোগ করুন  আবদুস সাত্তার ওরপে বুলু মিয়া-01882261476