ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

ছিনতাইয়ের অভিযোগে সিলেটে গ্রেফতার ২

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : সোমবার ২৫ মার্চ ২০২৪ ০৭:৪৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট মহানগরের শাহপরান থানা এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ।

 

রবিবার (২৪ মার্চ) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, মাহনগরেরে টিলাগড় (বটেরতল) এলাকার রাজিওল ইসলাম রাজুর ছেলে আমিনুল ইসলাম রাজবীর (২০) ও শাহপরাণ (রহঃ) থানাধীন লাকড়িপাড়া এলাকার বিপ্লব মিয়ার ছেলে মো. নাজমুল হক (২৫)।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহ:) থানার একটি টিম রবিবার (২৪ মার্চ) রাত আড়াইটার দিকে মাহনগরেরে টিলাগড় (বটেরতল) এলাকা থেকে আমিনুল ইসলাম রাজবীর (২০) ও রাত চারটার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন লাকড়িপাড়া এলাকা থেকে মো. নাজমুল হককে (২৫) গ্রেফতার করা হয়। তারা মহানগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই কার্যক্রম চালাতো বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামীদের পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।